Connecting You with the Truth

নাটোরে হেযবুত তওহীদের বিভাগীয় কর্মি সভা অনুষ্ঠিত


রাজশাহী ব্যুরো: সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসা, মাদকসহ সর্বপ্রকার অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায় ও সত্যের পক্ষে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নাটোরে এক বিভাগীয় কর্মি সভা করেছে জেলা হেযবুত তওহীদ। গতকাল মঙ্গলবার সকাল ১১টায়  জেলার বড়াইগ্রাম উপজেলার বোনপাড়া বাইপাস এলাকায় জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে এ কর্মি সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বিভাগের প্রতিটা জেলার সকল স্তরের সভাপতি ও সম্পাদকগণ উপস্হিত ছিলেন। এতে মূখ্য আলোচক হিসাবে উপস্হিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় হেযবুত তওহীদের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল আলম উখবা। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় আমীর মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জেটিভি নিউজের স্টাফ রিপোটার সালজার রহমান সাবু, রিপোটার মো. মনিরুজ্জামান, জাতীয় দৈনিক দেশেরপত্র’র রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান পি এম রতন, অনলাইন ডি নিউজের বিভাগীয় ব্যুরো প্রধান মো. আব্দুল হালিম, জাতীয় দৈনিক বজ্রশক্তি’র নাটোর জেলা প্রতিনিধি মো. সাজ্জাত হোসেন, সহকারী প্রতিনিধি, জেটিভি নিউজের জেলা প্রতিনিধি মো. নাহিদুল ইসলাম, বজ্রশক্তি’র সহকারী প্রতিনিধি মো. ফিরোজ আহম্মেদ প্রমূখ। অনুষ্টানের মূখ্য আলোচক তার বক্তব্যে বলেন আজ জাতিকে জঙ্গিবাদের করাল থাবা থেকে বাঁচাতে হলে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যে দেশ জঙ্গিবাদ নামক অভিশাপের কবলে আক্রান্ত হয়েছ সে দেশ ধ্বংশপ্রান্ত হয়েছে। তিনি আরও বলেন, আমাদের চেয়ে অনেক শক্তিশালি দেশ গুলিও তাদের দেশকে রক্ষা করতে পারে নাই। তাহলে আমাদের দেশকে কি ভাবে জঙ্গীবাদের হাত থেকে রক্ষা করবেন ?  যারা হেযবুত তওহীদে আসবেন তারা বুঝে শুনে আসবেন। কারণ হেযবুত তওহীদকে এই জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি আরো বলেনপৃথিবীব্যাপী যে ইসলাম চলছে তা আল্লাহর রসুলের প্রকৃত ইসলাম নয়। মুসলিম জাতী তওহীদ থেকে দূরে সরে এসেছে এবং এর ফলে সমস্ত পৃথিবীতে আজ আমরা নিষ্পেষিত, নিপীড়িত, লাঞ্চিত, অপমানিত। তওহীদ থেকে বিচ্যুত হওয়ার ফলে আমরা ঈমান থেকে সরে গিয়েছি এবং এর ফলেই আমাদের ব্যক্তিগত আমল গুলোও বৃথা যাচ্ছে। তাই সর্ব প্রথম আমাদের পুনরায় তওহীদে অর্থাৎ কলেমায় ফিরে আসতে হবে। এখন আমাদের নিজেদের ব্যক্তিস্বার্থকে বাদ দিয়ে দেশ ও জাতীর কল্যাণে, সমাজ ও জাতীর সুষ্ঠু গঠন নিয়ে চিন্তা করতে হবে। আর এ জন্য ধর্ম-বর্ণ, ফেরকা-মাজহাব, দল-মত নির্বিশেষে ন্যায়ের পতকাতলে সকলের ঐক্যবদ্ধ হতে হবে।অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মেহেদী হাসান সাগড়। সঞ্চালনায় ছিলেন বিভাগীয় অফিস সহকারী আবু রায়হান। দুপুরে মধ্যহৃ ভোজের মাধ্যমে সভার সমাপ্তী ঘটে।

Comments
Loading...