Connecting You with the Truth

নাট্যমঞ্চ ও অডিটরিয়াম নির্মাণের দাবিতে কুড়িগ্রামে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:
জেলা শিল্পকলা একাডেমির কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন, পূর্ণাঙ্গ নাট্যমঞ্চ ও আধুনিক অডিটরিয়াম নির্মাণ, দুঃস্থ সাংস্কৃতিক কর্মীদের আর্থিক সহায়তা প্রদানসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে সাংস্কৃতিক কর্মীরা।
গত কাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ লাল, সাংবাদিক ছানালাল বকসী, অলক সরকার, ছালেহা ইয়াছমিন লাইলী, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক জুলকার নাইন স্বপন, জ্যোতি আহমেদ, শাহানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।
বক্তারা জেলা শিল্পকলা একাডেমির বর্তমান কমিটি বাতিল করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন, পূর্ণাঙ্গ নাট্যমঞ্চ ও আধুনিক অডিটরিয়াম নির্মাণের দাবি জানান।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Comments
Loading...