Connecting You with the Truth

‘নানু তোমার পাসওয়ার্ডটা দাওতো’

pmঅনলাইন ডেস্ক: নানু তোমার পাসওয়ার্ডটা দাওতো? আমার সাড়ে তিন বছরের নাতনি আমার কাছে এসে কম্পিউটারের পাসওয়ার্ড কী জানতে চায়। তার চেয়ে একটু বড় নাতনি ছোট বোনকে কি-বোর্ডের বোতামে চাপাচাপি করার পরামর্শ দিয়ে বলে, কিবোর্ড চাপাচাপি করতে করতে সব পেয়ে যাবে।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উপলক্ষে সোমবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর শিশু একাডেমিতে আয়োজিত এক শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের সাড়ে তিন বছরের নাতনি সম্পর্কে এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, বর্তমান প্রজম্মের শিশুদের প্রশিক্ষণ দিয়ে শেখাতে হয় না। ওরা অনেক প্রতিভাবান, দেখে দেখে অনেক কিছু শিখে যায়। তাই প্রতিভাবান এ শিশুদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, স্কুলে শিশুদের একবেলা টিফিন খাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। পেটে খাবার থাকলে স্কুল পালানোর প্রবণতা কমে যাবে।
এজন্য শুধু সরকারি সহায়তার দিকে সব সময় না নির্ভর করে, স্কুল কমিটির উদ্যোগে এ ব্যবস্থা নেয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Comments
Loading...