Connecting You with the Truth

নাফিসের অর্ধশতক

s-6
স্পোর্টস ডেস্ক:
প্রথম চারদিনের ম্যাচে ছিলেন না নাফিস। লিটন কুমার দাসের পরিবর্তে একাদশে সুযোগ পান তিনি। ‘এ’ দলে সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছেন শাহরিয়ার নাফিস। জিম্বাবুয়ে ‘এ’ দলের সাথে দ্বিতীয় চারদিনের ম্যাচে তুলে নিয়েছেন অর্ধ-শতক। ৫৮ রানে অপরাজিত আছেন জাতীয় দলের সাবেক এ ওপেনার। দিন শেষে বিনা উইকেটে ৮৮ রান তুলেছে বাংলাদেশ ‘এ’ দল। নাফিস ৭৩ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৫৮ ও সাদমান ৬২ বলে ৩ বাউন্ডারিতে ১৮ রান করে অপরাজিত আছেন। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বৃষ্টির কারনে প্রথম দিনে মাত্র ২৩ ওভার ব্যাট করেছে বাংলাদেশ দল। বেলা ১১টায় টস সেরে নেন আম্পায়ারা। টসে হেরে বাংলাদেশ ব্যাটিংয়ে আমন্ত্রণ পায়। মধ্যাহ্নের বিরতির পর দুই ঘণ্টা ম্যাচটি অনুষ্ঠিত হয়। এরপর আলোর সল্পতার কারণে ম্যাচ চালাতে পারেনি আম্পায়রা। বিকেল ৪.২৫ মিনিটে দিনের বাকি সময়ে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন তারা।


Comments
Loading...