Connecting You with the Truth

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোটাররা এখনো শঙ্কামুক্ত না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ভোটাররা এখনো শঙ্কামুক্ত না। তবে এরই মধ্যে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ২২ ডিসেম্বর ভোট দিতে ভোটাররা উন্মুখ হয়ে আছেন। সরকার যদি কারচুপি না করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে তাহলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।

বুধবার বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সব রাজনৈতিক দলের অনুরোধ সত্ত্বেও সেনা মোতায়েন না করায় নির্বাচন কমিশনের আসল চেহারা ক্রমান্বয়ে ফুটে উঠছে অভিযোগ করে রিজভী বলেন, দলীয় ক্যাডারদের দিয়ে প্রিসাইডিং অফিসার নিয়োগের অভিযোগ শুনছি। ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েনের কথা বলেছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও একই অভিযোগ করলেও ইসি নিশ্চুপ রয়েছে। তারা নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

তিনি বলেন, ধানের শীষের পক্ষে বিজয়ের আলামতে ভোটারবিহীন সরকার কী ফন্দি আঁঁটছেন তা আল্লাহই জানেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-প্রচার সম্পাদক মুনির হোসেন, বেলাল হোসেন প্রমুখ। বিডিপত্র/আমিরুল

Comments
Loading...