Connecting You with the Truth

নারায়নগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই র‌্যাব সদস্য নিহত

accident3_5372

নারায়নগঞ্জ: নারায়নগঞ্জের আড়াইহাজার পুরিন্দা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) টহল গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ র‌্যাব সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন র‌্যাব-১১ এর সার্জেন্ট মনসুর ও কনস্টেবল সোহেল। এ ঘটনায় আহত হয়েছে র‌্যাবের আরও ৭ সদস্য।

শুক্রবার পৌনে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মাহফুজ ও রাসেল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য আহতরা হলেন- আজাহার, মিজান, আবদুল খান বাদল, গাড়ি চালক সোহেল ও আনসার আলী। তাদের উদ্ধার করে স্থানীয় আল-রাফিও মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাব-১১ এর উপ পরিদর্শক (এসআই) মিজান এসব তথ্য জানিয়েছেন।

Comments
Loading...