Connect with us

জাতীয়

নাশকতার মামলা বাতিলে হাইকোর্টে যাচ্ছে বিএনপি

Published

on

Bnp

 

 

 

 

 

 

স্টাফ রিপোর্টার:
বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল হওয়া ভাংচুর, হামলা ও নাশকতার অর্ধশতাধিক মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করতে যাচ্ছে বিএনপি। গতকাল সকালে এ তথ্য জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। গত বছরের সরকারবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন অভিযোগে পুলিশ ঢাকায় দুই শতাধিক মামলা করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। এর মধ্যে ৭৫টির মতো মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বিচারও শুরু হয়েছে প্রায় ২০টি মামলার। এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রয়েছে ৪৭টি মামলা। সঙ্গে শীর্ষস্থানীয় নেতারাও রয়েছেন। মাহবুব উদ্দিন খোকন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে করা এসব মামলার অভিযোগপত্র নিম্ম আদালতে দাখিল করা হয়েছে। এসব মামলা বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হবে। এখন আবেদন প্রস্তুতির কাজ চলছে। অভিযোগপত্র দাখিল করা মামলাগুলোর মধ্যে মির্জা ফখরুলসহ ৪৪ জনের বিরুদ্ধে পল্টন থানার একটি মামলায় অভিযোগ (চার্জ) গঠনের শুনানি আসামিদের সময়ের আবেদনে পিছিয়ে আগামী বুধবার ৩ সেপ্টেম্বর দিন রেখেছেন বিচারিক আদালত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুল ইসলামসহ ২০ দলীয় জোটের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন আগামী বৃহ¯পতিবার ৪ সেপ্টেম্বর। শাহজাহানপুর থানা পুলিশের করা মির্জা ফখরুলসহ ২৬ আসামির বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে মঙ্গলবার ২ সেপ্টেম্বর। এদিকে রমনা থানায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৩০ অক্টোবর দিন পুনর্নির্ধারণ করেছেন আদালত।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *