নাসিরনগরে হামলা: গ্রেফতার আরও ৯
বিডিপত্র ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় আরও ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাসিরনগর থানার ওসি আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাসিরনগরে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরো ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ৪৪জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে।
এদিকে শুক্রবার চার বাড়িতে আগুন দেয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ মামলায় অজ্ঞাত চার থেকে পাঁচশ জনকে আসামি করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ এনে গত রবিবার নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনার পর শুক্রবার ভোরে আবারো হিন্দু সম্প্রদায়ের অন্তত ৫টি গোয়াল ও রান্নাঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।