Connecting You with the Truth

নায়িকা কুসুম, পরিচালক জাহিদ হাসান

b-7
বিনোদন ডেস্ক:
জাহিদ হাসান পরিচালকের আসনে বসে মনিটরে প্রতিটি দৃশ্য দেখছেন। অন্যদিকে চিত্রনায়িকা কুসুম শিকদার নানা ধরনের মজার দৃশ্যে অভিনয় করে যাচ্ছেন। কিন্তু দৃশ্যগুলো ঠিকমত হচ্ছে তো? কারণ সব শিল্পীদের মুখে হাসি, কেউ যেনো কোনো সিরিয়াস দৃশ্য করতে রাজী না। এমনই এক কমেডি ধাঁচের গল্প নিয়ে একটি টেলিছবি পরিচালনা করছেন ওয়াহিদ আনাম। নাম ‘ঢং এর পাগল’। এতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান, কুসুম শিকদার, হাসান মাসুদ, শামিমা নাজনীন। গত ১৬ সেপ্টেম্বর থেকে চন্দ্রা ও গাজীপুরের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণের কাজ চলছে। টেলিছবিতে অভিনয় প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, ‘এবারের ঈদে মজার একটি টেলিছবি হবে এটি। এখানে নায়িকার চরিত্রে আমি ও পরিচালকের দৃশ্যে জাহিদ হাসানকে অভিনয় করতে দেখা যাবে। একটি শুটিং ইউনিটের নানা দৃশ্য ফুটে উঠেছে কাহিনীতে। মজার গল্পের এ টেলিছবিটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।’ ‘ঢং এর পাগল’ টেলিছবিটি এবারের ঈদে চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানা যায়।

Comments
Loading...