Connecting You with the Truth

নিউইয়র্কে জিতলেন ট্রাম্প-হিলারি

trump hilareeআন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে এগিয়ে গেলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন। দুজনই নিউইয়র্কের প্রাথমিক বাছাইপর্বে জিতেছেন।
বিবিসির খবরে বলা হয়, প্রাথমিক বাছাইপর্বের ফল প্রকাশ এখনো অব্যাহত আছে। এতে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ও জন কাসিচের চেয়ে এগিয়ে থাকবেন ট্রাম্প। অন্যদিকে নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সকে হারিয়ে জয়ের দ্বারপ্রান্তে হিলারি।
প্রাথমিকের ভোট শেষ হওয়ার পর কিছু গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, নিউইয়র্কে জিততে চলেছেন অঙ্গরাজ্যটিতে জন্ম নেওয়া ট্রাম্প। নিউইয়র্কে প্রাথমিকের ৪০ শতাংশের বেশি ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৬২ শতাংশের বেশি ভোট পেয়েছেন ট্রাম্প। আর ৬০ শতাংশের কিছু কম ভোট পান হিলারি।
ভোটের পর নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, যে লোকজন আমাকে বেশি চেনে, নিউইয়র্কের লোকজন—তাদের উদ্দেশে বলতে হবে, তারা যখন আমাকে এ ধরনের ভোট দেন, এটাকে অবিশ্বাস্য বলতে হবে। বিবিসি।

Comments
Loading...