নিউইয়র্কে বোমা বিস্ফোরণ সন্ত্রাসী কর্মকাণ্ড : গভর্নর এন্ড্রু কুমো
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে বোমা বিস্ফোরণ সন্ত্রাসী তৎপরতা বলে দাবি করলেন রাজ্যের গভর্নর এন্ড্রু কুমো। তিনি বলেন, বেশ খানিকটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং বড় ধরনের কোনও হতাহতের ঘটনা না ঘটায় আমরা বেঁচে গেছি।
তবে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী দায় স্বীকার করেনি। গোয়েন্দাদের তদন্তে জানা যায়, প্রেসার কুকারের মাঝে বোমাগুলো লুকানো ছিল। বিস্ফোরণস্থল থেকে চার ব্লক দূরে দ্বিতীয় একটি ডিভাইস পাওয়া যায় এবং সেটি নিরাপদে অপনারণ করা হয়।
রবিবার গভর্নর কুমো বলেন,“নিউ ইয়র্কে বোমা বিস্ফোরণ নিশ্চিতভাবেই সন্ত্রাসী কর্মকান্ড। আমরা নিউ ইয়র্কের জনজীবনকে এ ধরনের মানুষ এবং হুমকির মুখে বিঘ্নিত হতে দেব না। এটি স্বাধীনতা, এটি গণতন্ত্র। আমরা তাদেরকে আমাদের কাছ থেকে তা কেড়ে নিতে দেব না।”
তিনি জানান, নিউ ইয়র্কে পাওয়া দুটো ডিভাসেরই নকশা একইরকম। তবে শনিবার নিউ জার্সিতে বিস্ফোরিত পাইপ বোমাটা ভিন্নরকম ছিল। এতে কেউ আহত হয়নি। বিবিসি