নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প
নিউজিল্যান্ডে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন জিওলজিক্যাল জানিয়েছে, ক্রাইস্টচার্চ থেকে ৯৫ কি.মি দূরে এই ভূমিকম্প হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্রাইস্টচার্চে ১৮৫ জন নিহত হয়। হাজারো ভবন ধসে যায়। নিউজিল্যান্ড কুখ্যাত ‘আগ্নেয় মেখলা’য় অবস্থিত। প্রশান্ত মহাসাগর জুড়ে অবস্থিত কল্পিত এই রেখায় ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত ঘটে নিয়মিত। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে এখনো জানা যায়নি। মার্কিন প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্ক কেন্দ্র জানিয়েছে, সুনামি হওয়ার সম্ভাবনা নেই। বিবিসি।