Connecting You with the Truth

নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

New Zealandআন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল সংলগ্ন সাগরে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। তবে তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় নর্থ আইল্যান্ডের অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইউএসজিএস জানায়, স্থানীয় সময় ভোররাত ৪টা ৩৭ মিনিটে নিউজিল্যান্ডের গিসবর্নের ১৬৯ কিলোমিটার (১০৫ মাইল) উত্তরপূর্বে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৯.১ মাইল গভীরে।

Comments
Loading...