Connecting You with the Truth

নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে মোদির কড়া সমালোচনা

Modiআন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে প্রশ্ন তোলার পর এবার সে দেশের খ্যাতনামা দৈনিক নিউ ইয়র্ক টাইমসও একই প্রশ্ন তুলল। তাদের সম্পাদকীয়তে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে নরেন্দ্র মোদির মৌনতাকে আক্রমণ করা হলো। সম্প্রতি একের পর এক চার্চে আক্রমণ, বিশ্ব হিন্দু পরিষদের ‘ঘর ওয়াপসি’ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় কড়া সমালোচনা করা হয়েছে পত্রিকার সম্পাদকীয় কলামে। সম্পাদকীয়তে মন্তব্য করা হয়েছে, ধর্মান্তরকরণের মতো কর্মসূচি ‘আগুন নিয়ে খেলার নামান্তর।’ আরও বলা হয়েছে, ‘এই ধরনের কার্যকলাপ নিয়ে নরেন্দ্র মোদির মৌনতা থেকে এটাই প্রতীয়মাণ হচ্ছে, হয় তিনি উগ্রপন্থী হিন্দু শক্তির বিরুদ্ধে কিছু বলতে পারছেন না, নয়তো বলতে চাইছেন না।’

Comments
Loading...