Connecting You with the Truth

নিকো কোভাক বায়ার্নের নতুন কোচ

নিকো কোভাক বায়ার্নের নতুন কোচ
নিকো কোভাক বায়ার্নের নতুন কোচ

নিকো কোভাকে জার্মান ফুটবল জায়ান্ট বায়ার্ন মিউনিখের নতুন কোচ হিসেবে মনোনিত করা হয়েছে। চলতি মৌসুম শেষে বায়ার্নের বর্তমান কোচ ইয়ূপ হেইঙ্কেসের মেয়াদ শেষ হবে। বর্তমানে এইনট্রাক্টের দায়িত্ব পালন করা কোভাক দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেবেন বলে বায়ার্নের পক্ষ থেকে আজ জাননো হয়েছে।

বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর হাসান শিলামিদজিচ বলেন, ‘নিকো এক সময় বায়ার্নের হয়ে খেলেছেন। তিনি ক্লাবের অবকাঠামো ভাল জানেন এবং এখানকার সকলের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে।’ তিনি আরো বলেন, ‘বায়ার্নের পরবর্তী কোচ হিসেবে তিনিই সঠিক ব্যক্তি বলে আমরা মনে করি।’

আগামী ১ জুলাই থেকে বায়ার্নের দায়িত্ব নেবেন কোবাক। তিন বছরের জন্য তিনি ক্লাবটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

আজ অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ড্র’র কয়েক মিনিট আগে ক্লাব জানায় ক্রোয়েশিয়ার ৪৬ বছর বয়সী কোভাকের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে, ১ জুলাই থেকে যা কার্যকর হবে। শিলামিদজিচের ঘনিষ্ঠ বন্ধু কোভাক দলের সহকারী কোচ হিসেবে নিজের ভাই ৪৪ বছর বয়সী রবার্ট কোভাককে ফ্রাংকফ্রুট থেকে বায়ার্নে নিয়ে আসবেন।

কি পরিমাণ অর্থে কোভাককে কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, তা জানায়নি বায়ার্ন। কোভাকের কোচের দায়িত্ব নেয়ার বিষয়টি গত সপ্তাহে ফ্রাঙ্কফুট এবং বায়ার্ন উভয়েই অস্বীকার করেছিল। কোভাক বলেছিলেন, ‘আগামী মৌসুমেও আমি ফ্রাংফ্রুটের কোচ থাকব তাতে সন্দেহ করার কোন কারণ নেই।’

Comments
Loading...