Connecting You with the Truth

নিখোঁজ ডাচ-বাংলা চেম্বারের সভাপতির লাশ উদ্ধার

hasan khaled
ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নিখোঁজ মো. হাসান খালেদের (৫৪) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বুড়িগঙ্গা নদীর সাইনবোর্ড ঘাট থেকে লাশটি উদ্ধার হয়।
কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস শরিফ জানান, লাশের সঙ্গে থাকা ভিজিটিং কার্ড থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
হাসান খালেদ নিখোঁজ জানিয়ে গত শনিবার ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার শ্যালক শরীফুল আলম। জিডিতে বলা হয়, সকালে ধানমন্ডির বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি হাসান খালেদ।
৫৫ বছর বয়সী হাসান খালেদ ধানমণ্ডির বাসায় এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন। আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালযে লেখাপড়া করা হাসান খালেদ কেমিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। গত ২৫ বছর ধরে তিনি আমদানি-রফতানি ও প্লাস্টিক পণ্যের ব্যবসায় জড়িত।
যাদের হাত ধরে ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গঠিত হয়, তাদের মধ্যে হাসান খালেদ অন্যতম। বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের বাণিজ্যের উন্নয়নে ট্রেড ফ্যাসিলিটেটর হিসেবেও তিনি কাজ করেছেন।

Comments
Loading...