Connecting You with the Truth

নিজের চেহারা বদলের পক্ষে নই: পরিণীতি

b-1
বিনোদন ডেস্ক:
বলিউডে এখন হরহামেশায় নিজের গেটআপ বদলের প্রতিযোগিতা চলে। কিন্তু সাম্প্রতিককালের এই প্রবণতার একেবারেই বিপক্ষে পরিণীতি চোপড়া। বিশেষ করে সাম্প্রতিককালে নিজের বোন প্রিয়াঙ্কা চোপড়ার ‘মেরি কম’ ছবিকে ইঙ্গিত করে বললেন, ‘আমি হুটহাট করে নিজের চেহারা বদলের পক্ষে নই। নায়িকাদের নির্দিষ্ট একটি ইমেজ প্রতিষ্ঠা দরকার। আমি প্রিয়াঙ্কা চোপড়া হতে চাই না। আমার যেকোনো ছবির জন্য নতুন হেয়ার কাট দিতেই ভয় লাগে। কারণ আমি সে ধরনের চরিত্রই নেব যেখানে আমার অভিনয় আর এক্সপ্রেশনটাই মুখ্য থাকবে। নিজের চেহারার আমূল বদলানোটা এক ধরনের ভণ্ডামি বলে মনে করি।’ উল্লেখ্য, পরপর দুইবার বোন প্রিয়াঙ্কা চোপড়ার ছবি রিলিজের একই তারিখে পরিণীতিরও ছবি রিলিজ হয়। আর সেই থেকেই মূলত বলিউড মিডিয়া এই দুই বোনের তুলনা করে চলেছে!


Leave A Reply

Your email address will not be published.