Connecting You with the Truth

নিজের ভক্তদের প্রতি কৃতজ্ঞ রুবেল

স্পোর্টস করেসপন্ডেন্ট:s-1
কম ভোগান্তি পোহাতে হয়নি জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে। চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা মামলায় জেলহাজত বাসের অভিজ্ঞতাও হয়েছে তার। শঙ্কা ছিল হয়তো মাঠের বাইরের অনাহুত বিতর্কের পর বিশ্বকাপ দলে জায়গা পাবেন না রুবেল। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচকরা আস্থা রেখেছেন ২৫ বছর বয়সী বোলারের ওপর। বাংলাদেশ ঘোষিত বিশ্বকাপের ১৫ সদস্যের সংক্ষিপ্ত দলে জায়গা হয় তার। এখন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে যাওয়ার জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন রুবেল। লক্ষ্য একটাই, নিজের সেরাটা ঢেলে দিয়ে ভক্ত ও নির্বাচকদের আস্থার প্রতিদান দেয়া। কেননা নিজের দুর্দিনের কথা ভোলেননি টাইগার পেসার। সবার প্রতি কৃতজ্ঞও তিনি। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে রুবেল হোসেন জানান, জীবনের কঠিনতম সময় পার করেছেন তিনি। আর সে সময় ভক্তরা তাকে সমর্থন দিয়েছেন। সেজন্য সবার কাছে কৃতজ্ঞ তিনি। সবশেষে বিশ্বকাপে ভালো করার জন্য সবার কাছে দোয়া চান রুবেল।

Comments
Loading...