জামালপুরে নিজ অস্ত্রের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাহমুদুল হাসান (২২) নামে এক বিজিবি সদস্য নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। শনিবার বিকাল ৪টায় মাদারগঞ্জ উপজেলা অডিটোরিয়ামের বাথরুমে এ ঘটনা ঘটে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপদ মন্ডল বলেন, জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোবাইল ডিউটিতে আসেন ৩৫ বিজিবির সদস্য সিপাহী মাহমুদুল হাসান। বিকাল ৪টার দিকে সিপাহী মাহমুদুল হাসান নিজের বন্দুক নিয়ে উপজেলা অডিটোরিয়াম হল রুমের বাথরুমে যান। বাথরুমে নিজের বন্দুকের গুলিতে তিনি আত্মহত্যা করেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন জানা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নিহত মাহমুদুল হাসান হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাতাবলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ফজল মিয়া।