নিজ উপজেলায় নয়নকে দেওয়া হলো বিশাল সংবর্ধনা
ওবায়দুর রহমান (মাগুরা জেলা প্রতিনিধি):
ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিজ উপজেলায় দেওয়া হলো বিশাল সংবর্ধনা।রবিবার নয়নের নিজ উপজেলা মাগুরার মহম্মদপুরে বিশাল এক জনসভার মধ্যে দিয়ে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। মহম্মদপুর উপজেলা বিএনপি ও তার সহযোগীদের সংগঠন কর্তৃক আয়োজিত মুক্তির গণ সংবর্ধনা ও ঐক্যের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা-২ আসনের সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল,এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে রাখা হয় রবিউল ইসলাম নয়নকে।
এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ,যুগ্ন আহ্বায়ক মো:আলমগীর হোসেন, যুগ্ন আহ্বায়ক পিকুল খান মহম্মদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান,মহম্মদপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান। মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ মহম্মদপুর, শালিখা,শ্রীপুর উপজেলার ও মাগুরা জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাগণ মঞ্চে উপস্থিত ছিলেন।