Connecting You with the Truth

নির্ধারিত দিনের পূর্বেই দুই ভারতীয় নাগরিককে গোপনে আদালতে হাজির করায় আলমডাঙ্গায় আ’লীগের বিক্ষোভ

Chuadabga Chobi Bikkhob Michil120814জ্যোতি উজ্জামান রহিম খান, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা:
গত মঙ্গলবার সকাল ১১টার দিকে মামলার নির্ধারিত দিনের পূর্বেই দুই ভারতীয় নাগরিককে গোপনে আদালতে হাজির করিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার চক্রান্তের প্রতিবাদে আলমডাঙ্গায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গায় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি সরকারের অর্পিত সম্পত্তি অবমুক্তি বিল পাশের পর কিছু স্বার্থান্বেষী ব্যক্তি নড়েচড়ে বসেন। গেজেটে উল্লেখ করা হয় যারা মালিক দাবি করবে বাংলাদেশে তাদের অব্যাহত নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে। আলমডাঙ্গার একটি মহল কয়েকশ’ কোটি টাকার মূল্যবান সম্পত্তি নিজেদের আয়ত্বে নিতে ভারতে বসবাসরত মৃত প্রহলাদ পাডিয়ার ছেলে পুরুষোত্তম পাডিয়া ও রাজা রাম পাডিয়াকে আলমডাঙ্গায় নিয়ে আসেন। শুরু হয় এসব সম্পত্তি হাতিয়ে নেওয়ার চক্রান্ত। গুঞ্জন ওঠে তাদের দু’জনকে ঢাকা অথবা নারায়ণগঞ্জের বাসিন্দা দেখিয়ে নাগরিকত্ব ও ভোটার করা হচ্ছে। এজন্য তারা গোপনে ৪০/৪২ বছর পূর্বের সময়ের পড়া স্কুল সার্টিফিকেট উঠায়, নেওয়া হয় জন্মসনদ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তাদের আলমডাঙ্গা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা দেখিয়ে ভোটার করা হয়। পূর্বের সার্টিফিকেট আর সম্প্রতি নেওয়া জন্মসনদ দিয়ে তথ্য গোপন করে হালনাগাদ ভোটার তালিকায় নাম উঠায়। তালিকাভুিক্তর তথ্য প্রমাণে যে ঠিকানা দেওয়া হয়েছে তাতে লেখা হয়েছে পাডিয়া বিল্ডিংয়ে তাদের বসবাস। পেশা দেখানো হয়েছে বেসরকারী চাকুরি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু, আ’লীগ নেতা ইন্দ্রজিৎ দেব শর্মা, সমীর কুমার দে, সাজেদুল হক মনি, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, নুরুল ইসলাম নুরু, আশাবুল হক ঠান্ডু, বিল্লাল গনি, খবির উদ্দিন, রাহাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, আ’লীগ নেতা এ্যাড. আব্দুল হালিম মন্ডল, খন্দকার হামিদুল ইসলাম আজম, যুবলীগ নেতা আহসান উল্লাহ, সাজ্জাদুল ইসলাম স্বপন, শাহীন রেজা, আব্দুল গাফ্ফার, সোনাহার, ওল্টু, শেখ আব্দুল জব্বার, আসলাম উদ্দিন বিশু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালমুন আহমেদ ডন, পৌর ছাত্রলীগ সভাপতি নয়ন সরকার, কলেজ সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক তপন, ছাত্রলীগ নেতা সোহেল রানা শাহীন, টুকুল, রনি, কালাম, সজিব, লিমন, সৈকত খান, পিন্টু, ফারুক, আলীম, আলম, সায়কা প্রমুখ।
এলাকার মানুষের প্রাণের দাবি উক্ত ভারতীয় দুই নাগরিককে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে ভূমি দস্যুদের হাত থেকে আলমডাঙ্গাবাসীর কয়েকশ কোটি টাকার সম্পত্তি রক্ষা করতে হবে। উল্লেখ্য, উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২১ আগস্ট চুয়াডাঙ্গার জজ কোর্ট প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হবে। আ’লীগ ও তার অঙ্গসংগঠনসহ সর্বসাধারণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

Comments
Loading...