Connecting You with the Truth

নির্ধারিত সময়ের আগেই মা হলেন ফারজানা ছবি

রঙ্গমঞ্চ ডেস্ক:
অভিনয়শিল্পী ফারজানা ছবি ছেলে সন্তানের মা হয়েছেন। সোমবার বেলা একটা ৫৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার স¤পন্ন হয়। ফারজানার স্বামী তন্ময় সরকার সাংবাদিকদের জানান, মা-সন্তান দুজনই সুস্থ আছেন। রোববার দিবাগত রাত দুইটা নাগাদ ছবিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১৯৯৮ সালে আবদুল্লাহ আল মামুনের ‘চিঠি’ নাটকের মাধ্যমে ফারজানা ছবির অভিনয়ে অভিষেক হয়। মাঝে কিছুদিন বিরতি দিয়ে আবার অভিনয়ে নিয়মিত হন তিনি। চলতি বছরের এপ্রিল মাসে পারিবারিকভাবে ঢাকা কমার্স কলেজের শিক্ষক তন্ময় সরকারকে বিয়ে করেন ফারজানা ছবি। আগামী নভেম্বর মাসে ছবির মা হওয়ার কথা ছিল। তবে images সময়ের আগেই মা হলেন তিনি।

Comments
Loading...