Connecting You with the Truth

নিয়ম কানুন ভেঙ্গে ১৬ হাজার ৪০০ পাউন্ডের ঘড়ি উপহার

s-10
স্পোর্টস ডেস্ক:
কানাঘুষা চলছিল বেশ কিছুদিন ধরেই। এবারের ব্রাজিল বিশ্বকাপের সময় বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের প্রধানদের দামি উপহার দেওয়া হয়েছে। এমনকি সেপ ব্লাটারকেও দেওয়া হয়েছে নিয়মবহির্ভূত উপহার। তা নিয়ে ফিফার এথিকস (নীতিগত) কমিটি একটি প্রতিবেদনও তৈরি করেছে। এবার তাদের কাছেই আরেকটি নতুন তথ্য উপস্থাপন করলেন ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের (এফএ) প্রধান গ্রে ডিক। তিনি জানান, জুনে ব্রাজিল বিশ্বকাপের সময় তাকে ১৬ হাজার ৪০০ পাউন্ড মূল্যে একটি সুইস ঘড়ি উপহার দেওয়া হয়। আয়োজক ব্রাজিলের পক্ষ থেকেই নাকি সেটা দেওয়া হয়। একটি উপহারের ব্যাগ তার হোটেলে এনে রাখা হয়। পরে তার মধ্যে সেই দামি ঘড়িটি দেখা যায়। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো সংস্থার প্রধানকে এ ধরনের দামি কোনো উপহার দেওয়া যায় না। নিয়মে বলা আছে, আয়োজকদের পক্ষ থেকে সে দেশের নিদর্শনস্বরূপ কোনো সুবেনিয়র দেওয়া যেতে পারে; কিন্তু ব্রাজিল কর্তৃপক্ষ অংশগ্রহণকারী ৩২ দেশের প্রধান ও ফিফার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ম ভেঙে এই দামি উপহার দিয়েছে। তবে দামি এ ঘড়িটি ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রে ডিক।


Leave A Reply

Your email address will not be published.