নিয়ামতপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারি বেলা ১০টায় নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইতোপূর্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বিদ্যালয়গুলো প্রতিযোগিতায় জয়লাভ করে উপজেলা পর্যায়ে এসেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. এনামুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াজেদ আলী মৃধা, উপজেলা কৃষি অফিসার মো. মঞ্জুরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন তোতা।