Connecting You with the Truth

নীলফামারীতে দুই হাজার ৩২৫ অসহায় বিচার প্রার্থী সহায়তা পাচ্ছে

download (16)

নীলফামারী প্রতিনিধি:   নীলফামারীতে দুই হাজার ৩২৫ জন অসহায় বিচার প্রার্থীকে সরকারী খরচে আইসগত সহায়তা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ৪৯৭টি মামলার নিস্পত্তি হয়েছেম। মঙ্গলবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আদালত চত্তরে এক আলোচনা সভায় এমন তথ্য জানানো হয়।

আলোচনা সভায় জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীরের সভাপতিত্বে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী, যুগ্ন জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায়, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক হাসানুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ নাসিরুল হক, জেলা আইনজীবি সমিতির সভাপতি আলীমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সোয়েম, পাবলিক প্রসিকিউটর অক্ষয় কুমার রায়, জেলা আইনগত সহায়তা কর্মকর্তা ও সহকারী জজ ইসমাইল হোসাইন প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে সকালে জেলা আইনগত সহায়তা কমিটির উদ্যোগে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে সেখানে দিনব্যাপী অনুষ্ঠিত হয় আইনগত সহায়তা মেলা, সেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সুবিধাভোগিদের সঙ্গে আলোচনা সভা।


জেলা আইনগত সহায়তা কর্মকর্তা ও সহকারী জজ ইসমাইল হোসাইন জানান, ২০০১ সালে জেলায় আইনগত সহায়তা কার্যক্রম শুরু হয়। ২০১৫ সাল পর্যন্ত দুই হাজার ৩২৫ জন অসহায় বিচারপ্রার্থীকে আইন সহায়তা প্রদান করা হচ্ছে। এরমধ্যে ৪৯৭টি মামলার নিস্পত্তি হয়েছে। বর্তমানে এক হাজার ৮২৮টি মামলা চলমান রয়েছে।

Comments
Loading...