নীলফামারীতে বিবাহিতা কিশোরীদের ক্ষমতায়ন বিষয়ক সভা
নীলফামারী : নীলফামারীতে বিবাহিতা কিশোরীদের ক্ষমতায়নের উদ্যোগে ইমেজ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর আয়োজনে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
পল্লীশ্রীর শামীম আরা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিয়াকত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী, নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল গাফ্ফার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ।