Connecting You with the Truth

নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারী: নীলফামারীর নবাগত পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও জুয়া বন্ধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।  বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, পুলিশের কাজ মানুষকে হয়রানি করা নয়, পুলিশের কাজ মানুষের অবিচার করা নয়। দায়িত্ব পালনকালে সাধারণ মানুষ যাতে পুলিশি সেবা সহজে পেতে পারেন তার প্রতিশ্রুতি দেন নবাগত এসপি।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন ও এসএম আশরাফুল আলম উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখেন- সাংবাদিক তাহমিন হক ববি, আসাদুজ্জামান টিপু ও হাসান রাব্বী প্রধান প্রমুখ।

Comments
Loading...