নীলফামারীতে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আলো’র আত্নপ্রকাশ
মনিরুজ্জামান লেবু নীলফামারীঃ
সন্ত্রাস, জঙ্গীবাদ, দূর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে নীলফামারীতে একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আলো”র আত্নপ্রকাশ হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে যুবসমাজের উদ্যোগে নীলফামারী আলিয়া ফাজিল মাদরাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সংগঠনের উদ্যোক্তা আইজিদ আরাফাত অরুপ”র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল”র সাবেক আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীরমুক্তিযোদ্ধা বাবু বন্ধু বিহারী রায়, অধ্যাপক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিল হাসান, (চৌধুরী) ও শ্রমিক নেতা সিরাজুল ইসলাম আবু।উক্ত আলোচনা সভাটি পরিচালনা করেন “আলো”র সহযোগী উদ্যোক্তা মাহমুদ আল হাসান ( রাফিন )।আলোচনা শেষে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আলো”র শুভ উদ্বোধন ঘোষনা করেন সংগঠনটির উদ্যোক্তা আইজিদ আরাফাত অরুপ।শেষে আইজিদ আরাফাত অরুপ কে আহবায়ক ও মাহমুদ আল হাসান (রাফিন)কে সদস্য সচিব করে এগারো সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।