Connecting You with the Truth

নীলফামারীতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নীলফামারী প্রতিনিধি:  পারিবারিক কলহে দুই সন্তানের জননী- স্ত্রী শিউলী আক্তার(২৩) কে স্বামী এনামুল হক কর্তৃক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ঘটনাটি ঘটে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া পূর্বপাড়া গ্রামে।

গ্রামবাসীরা জানায় স্ত্রী শিউলীর সাথে স্বামী এনামুলের প্রায় পারিবারিক কলহ লেগে থাকায় স্বামী তাকে নির্যাতন করতো। এতে শিউলী ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের  বাগডোকরা গ্রামে পিতা ইউসুফ আলীর বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঘটনার দিন মঙ্গলবার সকালে শিউলী পিতার বাড়ি চলে যাওয়ার জন্য তৈরী হলে স্বামী ক্ষিপ্ত হয়ে তাতে বেধরক মারপিট করতে থাকে। এক পর্যায় শিউলী জ্ঞান হারিয়ে ফেললে তার মুখে বিষ ঢেলে দিয়ে ডোমারের বোড়াগাড়ী সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দিকে তার মৃত্যু ঘটে।

ডোমার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হাসিনুর ইসলাম বলেন বিষপানের রোগী হিসাবে শিউলী আক্তার নামের এক রোগীকে তার স্বামী ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহত শিউলীর পিতা ইউসুফ আলী তার মেয়েকে হত্যা করা হয়েছে মর্মে ডোমার থানায় অভিযোগ করেন।

তবে শিউলীর শ্বশুড় এজার উদ্দিন হত্যার ঘটনাটি অস্বীকার করে বলেন তার পুত্রবধু বিষপানে আত্মহত্যা করেছে। ডোমার থানা পুলিশ হাসপাতাল থেকে বিকালে শিউলীর লাশ উদ্ধার করেছে।

 

Comments
Loading...