নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারী নিহত
নীলফামরী প্রতিনিধি: নীলফামারী -সৈয়দপুর সড়কের ফুলতলা স্থানে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারী নিহত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক কাজ শেষে সৈয়দপুর থেকে নীলফামারী অফিস ফেরার পথে সমিতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পল্লী বিদ্যুৎ সমিতির গাড়ি চালক মুকুল হোসেন ও মিটার রিডার জাহিদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির এনফোর্সমেন্ট অফিসার এনামুল হক তরফতার।
নীলফামারী সদর থানার উপ পরিদর্শক(এসআই) প্রদীপ ব্যানার্জি জানান, দু’জন নিহত ছাড়াও গাড়ীতে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির আরও ৫জন লাইনম্যান আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।