নীলফামারীতে ২টি গবাদী পশু সহ অগ্নিকান্ডে ৮ পরিবারের প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত
আব্দুল আলীম, কিশোরগঞ্জ প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ছয়ঘড়িয়া গ্রামে রবিবার রাত ১২টায় এক অগ্নিকান্ডে ৮টি পরিবারের ২টি গবাদী পশু সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ভস্মিভুত হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ছয়ঘড়িয়া গ্রামের কৃষক বাবুলের গোয়ালঘর থেকে রাত ১২ টায় আগুনের সুত্রপাত হয়ে চারদিক ছড়িয়ে পরে। এতে ৮টি পরিবারের ২২টি পাকা ও কাঁচা ঘর সহ আসবাবপত্র, ঘড়ে রক্ষিত বিভিন্ন ফসল আগুনে ভস্মিভুত হয়। এসময় বাবুলের ১টি গরু ও হামিদের ১টি গরু আগুন পুরে মারা যায়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে। আগুন নেভার পর নীলফামারী দমকল ইউনিট ঘটনাস্থলে পৌছে। কিশোরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।