Connecting You with the Truth

নীলফামারীর কিশোরগঞ্জে ৪০ জন ভুমিহীন পেলেন খাস জমি

নীলফামারী: বাংলাদেশ সরকারের পক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৪০ জন ভুমিহীন কে খাস জমি প্রদান করা হয়েছে। প্রতিজন ভুমিহীন ১১শত করে জমি পেয়েছে। এ জন্য তাদের কে ওই জমির বিপরিতে কবলা দলিল হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার চারদিন ব্যাপী স্কাউট সমাবেশ উদ্ধোধনের পর একই মঞ্চে প্রধান অতিথি বিরোধী দলীয় হুইফ জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব আলহাজ্ব শওকত চৌধুরী এমপি এই দলিল ওই সব ভুমিহীনদের হাতে তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার সিদ্দিকুর রহমান জানান ওই ৪০ জন ভুমিহীনকে ৯৯ বছরের জন্য ওই সমস্ত জমি দলিল মূলে ভোগদখলের জন্য প্রদান করা হলো।

Comments