নীলফামারীর জলঢাকায় বিয়ে করতে এসে বর শ্রীঘরে
জলঢাকা সংবাদদাতা, নীলফামারী : নীলফামারীর জলঢাকায় বাল্য বিয়ে করতে এসে ৭ দিনের জেল হল বরের। ঘটনাটি পৌর শহরের কাজিরহাট তিনকদম এলাকায়।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার খালিশা খুটামারা হাফিজিয়া এলাকার আফজাল হোসেনের ছেলে গোলাম রব্বানী (২৮) পৌরসভার হাফিজুল ইসলামের মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী শিল্পী (১৪) কে বিয়ে করতে এলে ইউএনওকে খবর দেয় সচেতন এলাকাবাসী। ইউএনও হাসান হাবিব ঘটনাস্থলে এলে বরযাত্রীসহ মেয়ে পক্ষের আত্মীয় স্বজন পালিয়ে যায়। এ সময় বর গোলাম রব্বানীকে আটক করে পুলিশ।
শুক্রবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বর গোলাম রব্বানীকে বাল্য বিবাহ নিরোধ আইনের ৪ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান হাবিব।