নীলফামারীর সৈয়দপুরে বাস চাপায় কলেজ প্রভাষক নিহত
সৈয়দপুর প্রতিনিধি : চলন্ত বিআরটিসি বাসে দৌড়ে চড়তে গিয়ে পা পিছনে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন এক কলেজ শিক্ষক। বুধবার বিকেল ৩টার দিকে ঘটনাটি ঘটে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়।
নিহত ব্যাক্তি ঠাকুরগাঁও গড়েয়া বেসরকারি কলেজের প্রভাষক আব্দুস সামাদ (৫৫) । তিনি ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর এসেছিলেন কাজে। সৈয়দপুর থেকে বাড়ি ফেরার পথে বেলা ৩টা দিকে সৈয়দপুর বাস টার্মিনালে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। এসময় ঠাকুরগাঁওগামী একটি বিআরটিসির বাস এলে যাত্রীদের ভিড় ঠেলে চলন্ত বাসে দৌড়ে উঠতে যান। এ সময় পা পিছলে পড়ে যান এবং ওই গাড়ির পেছনের চাকায় পিষ্ট হন। তাকে উদ্ধার করে পথচারীরা সৈয়দপুর হাসপাতালে নেয়ার সময় পথে তার মৃত্যু হয়।এদিকে খবর পেয়ে নিহত প্রভাষকের স্ত্রী ঠাকুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মীর্জা মুর্শিয়া বানু এবং ছোট ভাই আব্দুস সোবহান সৈয়দপুর আসেন। নিহতের ২ ছেলে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।