নীলফামারীর ৮টিতে আ.লীগ, ৪টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদরের ৫ ইউনিয়নে নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষনা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে দুটিতে আ.লীগ এবং তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। শনিবার(২৩ এপ্রিল) ভোট গ্রহন শেষে রাত ১০টার দিকে স্বস্ব রির্টানীং কর্মকর্তা বেসরকারী ওই ফলাফল ঘোষণা করেন।
নীলফামারী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল জানান, জেলা সদরের পাঁচ ইউনিয়নের মধ্যে রামনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান বাবু (নৌকা) ৪ হাজার ৩৬৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল ইসলাম (মোটরসাইকেল) পেয়েছেন ৪ হাজার ২৯৬ ভোট।
কচুকাটা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ চৌধুরী (চশমা) ৫ হাজার ৫৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সহিদুল ইসলাম (আনারস) পেয়েছেন ৪ হাজার ৬৩০ ভোট।
সোনারায় ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ওয়ার্ড জামায়াতের সভাপতি মোস্তফা কামাল (টেলিফোন) ৫ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অশ্বিনী কুমার বিশ্বাস (মোটরসাইকেল) পেয়েছেন ৫ হাজার ৫ ভোট।
সংগলশী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী কাজী মোস্তাফিজার রহমান (নৌকা) ৫ হাজার ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র আতাউর রহমান শাহ্ (চশমা) পেয়েছেন ৫ হাজার ১৭ ভোট।
চড়াইখোলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন বসুনিয়া (টেলিফোন) ৪ হাজার ৬৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ৪৯৭ ভোট।
অপরদিকে, ডিমলা উপজেলার ৭টি ইউনিয়নের বেসরকারী ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৬টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
ডিমলা সদর ইউনিয়নে আবুল কাশেম সরকার (আ”লীগ), পশ্চিম ছাতনাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার (আ”লীগ), বালাপাড়া ইউনিয়নে জহুরুল হক ভুইয়া (আ”লীগ), নাউতারা ইউনিয়নে সাইফুল ইসলাম লেলিন (আ”লীগ), খালিশা চাপানি ইউনিয়নে আতাউর রহমান সরকার (আ”লীগ), ঝুনাগাছ চাপানীতে মোজাম্মেল হক (আ’লীগ) এবং পুর্ব ছাতনাই ইউনিয়নে সতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান (আনারস) বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।