Connecting You with the Truth

নীলফামারী কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড ৩৫ ঘর পুড়ে ছাই

imagesকিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি:
ভয়াবহ অগ্নিকান্ডে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের তহশিলদার পাড়া গ্রামে ১৫ পরিবারের ৩৫টি ঘর অগ্নিকান্ডে ভস্মিভুত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনায় ওই সব পরিবারে আসবাবপত্র,ধান চাল আলু,নগদ অর্থ সহ প্রায় ৩৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।শনিবার সকালে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম,নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান। এ সময় তারা ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে সরকারিভাবে ৩০ কেজি করে চাল ১৩শত করে নগদ অর্থ, আড়াই কেজি করে মসুরের ডাল ও দুটি করে কম্বল বিতরন করেন।
ওই ইউনিয়নের ওয়াড ইউপি সদস্য তহিদুল ইসলাম ও এলাকাবাসী জানায় গ্রামের নুর হোসেনের পুত্র গোলাম রব্বানী তার বাড়িতে বিদ্যুতের লাইনের টর্সলাইট চার্জ দিতে গেলে সট সার্কিটে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটলে তা দ্রত চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে গ্রামের ১৫ পরিবারের ৩৫ টি টিনের ও খড়ের ঘর,ঘরে রক্ষিত সকল আসবাবপত্র,ধান চাল,আলু এবং গ্রামের দুলাল হোসেনের সাড়ে তিন লাখ ও আনছারলের ৮০ হাজার টাকা পুড়ে যায়। এলাকাবাসী জানায় কিশোরগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিসের গাড়ী না থাকায় আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি।

Comments
Loading...