নীলফামারী সৈয়দপুরে রেলওয়েম্যান্স অবসর প্রাপ্ত কল্যান পরিষদের মানব বন্ধন পালিত
মুকুল, সৈয়দপুর প্রতিনিধি: ২০ দলীয় জোটের টানা হরতাল অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে সৈয়দপুরে আজ বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ঘন্টা ব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়। রেলওয়েম্যান্স অবসর প্রাপ্ত কল্যাণ পরিষদ সৈয়দপুর শাখার আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে সভাপতিত্ব করেন আব্দুল বাকী মন্ডল। মানব বন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের কার্যকরি সভাপতি আব্দুল রাজ্জাক, সহ সাধারণ সম্পাদক হায়দার আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাঙ্গালী। সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, আমরা অবসর প্রাপ্ত রেল কর্মচারী আমরা শান্তি চাই। দেশের বিরাজমান অবস্থার কারনে আমাদের ছেলে মেয়েরা কখন কোথায় পেট্রোল বোমার আঘাতে পুড়ে যায়। যে আন্দোলনের কারনে মানুষের ক্ষতি হয় সে আন্দোলন আমরা চাই না। তিনি আরো বলেন, অবসর প্রাপ্তদের চিকিৎসা ভাতার নিম্নতম দুই হাজার টাকা করার দাবী জানান। অবসর প্রাপ্ত রেল কর্মচারীদের জন্য রেল প্রতিত জমি ৫শতক করে কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়ার দাবী করেন।