নীলফামারী সৈয়দপুরে হরতাল অবরোধের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের মানব বন্ধন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ২০ দলীয় জোটের আন্দোলনের নামে হরতাল অবরোধের মানুষ পুড়িয়ে মারা সন্ত্রার্সী কার্যকলাপে প্রতিবাদে নীলফামারী সৈয়দপুরে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সৈয়দপুরে সাধারণ শিক্ষার্থীরা ব্যানের ফেসটুন নিয়ে স্কুল কলেজ পড়–য়া ছাত্রদের আয়োজনে শহরে শহীদ ডাঃ জিকরুল হক সড়কে প্রেস ক্লাব এলাকায় বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখা সদস্য ইবনে নিজাম (রূপম) এর সভাপতিত্বে বি.এন.পি জামায়াতের সহিংসতার প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখেন সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে প্রথম বর্ষে ছাত্র লিয়ন, কামারপুকুর কলেজে ছাত্র মঈন খান, লায়ন্স স্কুল এন্ড কলেজে ছাত্র নইম ইসলাম, সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব সোহাগ সরকার, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফয়সাল দিদার দিপু, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রোবায়েত মিন্টু প্রমুখ। মইন খান বলেন খালেদা জিয়ার নাতনীকে এস.এস.সি পরীক্ষা দেওয়ার জন্য মালেশিয়া পাঠিয়ে দেন আমাদের ভবিষ্যৎ নষ্ট করছেন কেন? পরীক্ষা সময় হরতাল অবরোধ প্রত্যাহারে অনুরোধ জানান।