Connecting You with the Truth

‘নেতানিয়াহু আমাদের মুখে থাপ্পড় দিয়েছেন; মূল্য দিতে হবে’

012215_otr_panel_640আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রশাসনের মুখে থাপ্পড় দিয়েছেন বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউজের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ইসরাইলের হারেৎজ পত্রিকাকে বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সমন্বয় ছাড়া আমেরিকা সফরের জন্য কংগ্রেসের আমন্ত্রণ গ্রহণ করে নেতানিয়াহু এই থাপ্পড় দিয়েছেন। মার্কিন এ কর্মকর্তা আরো বলেন, “কিছু জিনিস আছে যা করতে হয় না। কিন্তু তিনি আমাদের মুখে প্রকাশ্যে চড় মেরেছেন। নেতানিয়াহুর মনে রাখা দরকার যে, প্রেসিডেন্ট ওবামা এখনো দেড় বছর ক্ষমতায় থাকবেন এবং নেতানিয়াহুকে এর মূল্য দিতে হবে।” গত মঙ্গলবার স্টেট অব দ্যা ইউনিয়ন ভাষণে ওবামা বলেছেন, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য কংগ্রেসে বিল আনলে তাতে তিনি ভেটো দেবেন। এরপরই প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমেরিকা সফর এবং কংগ্রেসে ইরানের পরমাণু কর্মসূচির হুমকি নিয়ে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানান। এতে অসন্তুষ্ট হয়ে হোয়াইট হাউজ গত বুধবার ঘোষণা করেছে- নেতানিয়াহু আমেরিকা সফরে গেলে তাকে রাষ্ট্রীয় প্রটোকল দেয়া হবে না। এরপর শুক্রবার হোয়াইট হাউজের এ কর্মকর্তা চড় মারার কথা বললেন।

Comments
Loading...