Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নেত্রকোণায় হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

karadondo picনেত্রকোণা প্রতিনিধি:

দশ বছর আগে স্ত্রীর ‘প্রেমিককে’ খুনের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোণার একটি আদালত। নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ গত কাল আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত কামাল ফকির (৩৫) আটপাড়া উপজেলার মোহলহাট্টা গ্রামের বাসিন্দা। কারাদণ্ডের পাশাপাশি তাকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর এই টাকার অনাদায়ে কামালকে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদালতের রায়ে বলা হয়। হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় বিচারক মামলার অপর তিন আসামিকে খালাস দিয়েছেন বলে জানান এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কমলেশ কুমার চৌধুরী। মামলাটির বিবরণে জানা যায়, মোহলহাট্টা গ্রামের কামাল ফকিরের স্ত্রী শেফালীর সঙ্গে স্থানীয় হাবিলের (২৪) ‘প্রেমের সম্পর্ক’ ছিল। ২০০৫ সালের ২২ মার্চ রাত দেড়টার দিকে হাবিল গোপনে শেফালীর ঘরে ঢুকলে তার স্বামী কামাল কিরিচ দিয়ে হাবিলকে খুন করে। নিহত হাবিলের ভাই রাবিল পরদিন চারজনকে আসামি করে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১০ জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.