Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নেত্রকোণায় দৈনিক বজ্রশক্তি পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেত্রকোণা প্রতিনিধি: সারা দেশের ন্যায় নেত্রকোণা জেলায় দৈনিক বজ্রশক্তি পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী জাকঁজমক ভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর রোজ বুধবার বিকাল ৩.০০ ঘটিকায় দৈনিক বজ্রশক্তি পত্রিকার নেত্রকোণা জেলা কার্যালয়ে “দৈনিক বজ্রশক্তির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ২০১৭” শিরোনামে এক আলোচনা সভা এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে নেত্রকোণা জেলা হেযবুত তওহীদের সভাপতি আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় শিক্ষা ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মোঃ মোর্শেদ খান, অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ ফজলুল হক, ৬নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ আব্দুল হেলিম, নেত্রকোণা জেলা সাংবাদিক নেতা দেলোয়ার খান প্রমূখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক্্র মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মূখ্য আলোচক হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় শিক্ষা ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মোঃ মোর্শেদ খান বলেন, বর্তমানে বিশ্বব্যাপী ধর্মীয় উন্মাদনা ও জঙ্গিবাদ সৃষ্টি করে একের পর এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। পশ্চিমা শক্তিগুলোর কাছে জিম্মি হয়ে যাচ্ছে তাদের প্রাকৃতিক সম্পদ। ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান ইত্যাদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখন্ড গুলো যার সাম্প্রতিক উদাহরণ। সা¤্রাজ্যবাদী পরাশক্তিগুলোর এই আগ্রাসনের অংশ হিসেবে আমাদের দেশেও একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার দেশি-বিদেশি চক্রান্ত চলছে। ইসলামের উদ্দেশ্যমূলক অপব্যাখ্যা করে মানুষের ঈমানী চেতনাকে ভুল খাতে প্রবাহিত করা হচ্ছে। সাধারণ জনগণের মধ্যে ইসলাম নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণা ও মতবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ধর্মীয় সহিংসতা, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি সমস্যাগুলো এখন আর আমাদের কাছে বৈদেশিক সমস্যা নয়; এসব ঘটনা এখন আমাদের দেশে অহরহই ঘটে চলেছে। এই ভয়ঙ্কর সংকট থেকে প্রিয় দেশ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখন আমাদের সামনে একটাই পথ। আর সেটা হচ্ছে- ধর্মের প্রকৃত শিক্ষা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে করে কেউ আর ধর্মের অপব্যাখ্যা দ্বারা প্রভাবিত না হয়। ভ্রান্ত মতবাদগুলোর অসারতা সাধারণ মানুষের সামনে তুলে ধরে ধর্মের প্রকৃত শিক্ষার আলোকে তাদের ঐক্যবদ্ধ করা এখন অত্যন্ত জরুরি। সেই কাজটি করছে যৌথভবে দৈনিক বজ্রশক্তি। আপনারা আমাদের সর্ম্পকে জানুন এবং জেনে শুনে আপনাদের কলমের মাধ্যমে দেশের স্বার্থে জাতির স্বার্থে মিডিয়াতে প্রচার করে ভুমিকা রাখেন।

Leave A Reply

Your email address will not be published.