Connect with us

দেশজুড়ে

নেত্রকোনায় এসিড সন্ত্রাসের দায়ে সহোদরের ১৪ বছর করে কারাদণ্ড

Published

on

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় আব্দুর রাজ্জাক(৪০) নামে এক ব্যক্তির ওপর এসিড নিক্ষেপ মামলার দায়ে দুই ভাইকে ১৪ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- জেলার কেন্দুয়া উপজেলার গামরুলি গ্রামের খোরশেদ মিয়ার দুই ছেলে আবদুর রশিদ ও সাইফুল ইসলাম। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল কাদির ভূঁইয়া জানান, জমি ও মামলা সংক্রান্ত বিরোধের জেরে ২০০৩ সালের ২১ মে রাতে আবদুর রশিদ ও সাইফুল পরিকল্পিতভাবে এসিড নিক্ষেপ করে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের শরীর ঝলসে দেন। ভিকটিমের বাবা আবদুল ওয়াহেদ বাদী হয়ে ঘটনার পরদিন ওই দুইজনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই সালের ১৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার আদালত এ রায় দেন। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম ভূঁইয়া।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *