Connecting You with the Truth

নেপালে ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। প্রবল বর্ষণে দুটি গ্রাম ভেসে গেছে। কাঠমান্ডু থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯০মাইল) পশ্চিমে হিমালয়ের পাদদেশে অবস্থিত পশ্চিমাঞ্চলীয় এলাকা কাসকিতে প্রায় ৩২ জন নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপি’র।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভেতর নিখোঁজদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে। কাসকির পুলিশ প্রধান কেদার রাজাউর বলেন, ‘গতরাতের ভারী বৃষ্টিপাতে এই অঞ্চলের দুটি আলাদা স্থানে ভূমিধস হয়েছে। এতে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন।’ তিনি আরো বলেন, ‘উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’  তিনি বলেন, ‘প্রাকৃতিক এই দুর্যোগটিতে আহত ১৮ জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’  দুই সপ্তাহ আগে পোখারা শহরে ভূমিধসে চাপা পড়ে এক স্কুলছাত্র মারা যায়। গত মাসে ভূমিধসে নেপালের উত্তরপূর্বাঞ্চলীয় গ্রামগুলোতে ৩৫ জন প্রাণ হারায়।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments
Loading...