নড়াইলের বাসগ্রাম বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন-২০১৪ সম্পন্ন
নড়াইল প্রতিনিধি:
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার নড়াইলের বাসগ্রাম বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে আওয়ামী লীগের দু’টি গ্র“প অংশ নেয়। মো. মফিদুল ইসলামের প্যানেলে ছিলেন মো. মিজানুর মণ্ডল, আ: শুকুর শেখ, জামসেদ মোল্যা, মো. মেলজার, মহিলা প্রার্থী সোনিয়া এবং মো. নাজমুল মোল্যার প্যানেলে ছিলেন মো. শহিদ মোল্যা, নান্নু মোল্যা, আব্বাস মোল্যা, ফসিয়ার রহমান (নান্না) ও মহিলা প্রার্থী জেসমিন আরা। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. রফিকুল ইসলাম। প্রশাসনের সহযোগিতায় সুুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটারের সংখ্যা ছিল ৪৮৫টি, নারী-৪৩টি, পুরুষ-৪৪২টি। বিকাল পাঁচটায় প্রিজাইডিং অফিসার উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আনন্দ কুমার অধিকারী ও পুলিশ ইনস্পেক্টর কিশোর মজুমদার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৪২৯টি, মো. মফিদুল ইসলামের প্যানেলকে পরাজিত করে মো. নাজমুল মোল্যার প্যানেলে চেয়ার প্রতীক নিয়ে আব্বাস মোল্যা ২৫৬ ভোটে প্রথম স্থান, মাছ প্রতীক নিয়ে নান্নু মোল্যা ২৪৬ ভোটে ২য় স্থান, গরুর গাড়ি প্রতীক নিয়ে ফসিয়ার রহমান (নান্না) ২২৯ ভোটে ৩য় স্থান, হরিণ প্রতীক নিয়ে মো. শহিদ মোল্যা ২১০ ভোটে ৪র্থ স্থান ও সংরক্ষিত মহিলা আসনে টিয়া পাখি প্রতীক নিয়ে জেসমিন আরা ২৫৯ ভোট পেয়ে জয়লাভ করেন। ম্যানেজিং কমিটি হিসাবে ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত সভাপতির দায়িত্বে ছিলেন নড়াইল এক আসনের সংসদ সদস্য মো. কবিরুল হক (মুক্তি)। সদস্য পদে ছিলেন আব্বাস মোল্যা, মফিদুল ইসলাম, এলাহি কাজি, রফিকুল ইসলাম ও মহিলা সংরক্ষিত আসনে ছিলেন সোনিয়া বেগম।