Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নড়াইলে কলেজ ছাত্রী সুমিত্রা হত্যার প্রতিবাদে মানববন্ধন

010101উজ্জ্বল রায়, নড়াইল: সাতক্ষীরার কলেজ ছাত্রী সাংবাদিক কন্যা সুমিত্রা মৃধাকে শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নড়াইল চৌরাস্তায় জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম ও রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন-আরজেএফ’র উদ্যোগ এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নৃসংশ এ হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নড়াইল জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম এর সভাপতি অ্যাডভোকেট এস,এ মতিন, প্রথম আলো’র প্রতিনিধি কার্তিক দাস, সাংবাদিক কাজী হাফিজুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন-আরজেএফ’র ভাইস চেয়ারম্যান সাথী তালুকদার, অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, বিডি-মেইল ২৪ এর প্রকাশক ও সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবরের ওবায়দুর রহমান প্রমুখ। এ সময় মানববন্ধনে একাত্ততা প্রকাশ করে অংশগ্রহণ করেন, নড়াইল পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর কাজী জহিরুল হক, শরীফ আরিফ নাসির শিপার, দেশ টিভি’র শরিফুল ইসলাম বাবলু, “৭১ টিভি’র অ্যাডভোকেট আজিজুর রহমান, কবি মাহাবুবুর রহমান, নড়াইল নারী উন্নয়ন সংস্থার কোহিনূর আক্তার, সিকদার ফাউন্ডেশনের শিকদার মনজুরুর রহমান পান্নু,স্বাবলম্বী’র স্বপ্না রায়, সমাজ কর্মী সৌরভ গোলদারসহ বিভিন্ন নারী সংগঠন, ছাত্র, যুব, সামজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এ হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেয়। বক্তারা সুমিত্রা মৃধার হত্যার তীব্র নিন্দা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও দোষীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা দৈনিক সংবাদ এর প্রতিনিধি অরবিন্দ কুমার মৃধার মেধাবী কন্যা কলেজ ছাত্রী সুমিত্রা মৃধা (১৮) কে গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে শ্বাসরোধ করে নৃসংশভাবে হত্যা করেছে দূর্বৃত্তরা।

Leave A Reply

Your email address will not be published.