নড়াইলে গ্রামের কাগজের সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নড়াইল প্রতিনিধি: যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মোঃ মবিনুল ইসলাম মবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি । বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর আমলি আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট মোঃ হারুন-অর-রশীদ গ্রামের কাগজের সম্পাদক মবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন । মবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশের খবরে নড়াইলের সাংবাদিক মহল, পাঠক ও সুশিল সমাজ সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত বছর ১৩ আগষ্ট ২০১৪ তারিখে দৈনিক গ্রামের কাগজে বিজয় টেলিভিশন ও দৈনিক করতোয়ার নড়াইল জেলা প্রতিনিধি, ক্রাইম নিউজ মিডিয়া (সি এন এম) এর নির্বাহী সম্পাদক ও নড়াইল জেলা সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামীকে নিয়ে কুটুক্তি,অশ্লিল , মানহানিকর মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করায় গ্রামের কাগজের নড়াইল প্রতিনিধি কাদের ও সম্পাদক মোঃ মবিনুল ইসলাম মবিন কে আসামী করে ১ কোটি টাকার মান হানি মামলা দায়ের করেন।
বাংলাদেশেরপত্র/এডি/আর