Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নড়াইলে চাঁদার দাবিতে সংখ্যালঘুর উপর সন্ত্রাসী হামলা; আহত ৫

downloadউজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে নছিমন থেকে চাঁদা না দেওয়ায় হামলা চালিয়ে মহিলাসহ ৫ জনকে আহত করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুরে সদর উপজেলার সরসপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। আহতদের সূত্রে জানা গেছে, যশোরের বাঘারপাড়া উপজেলার মানিকদাহ ও আন্দলবাড়িয়া গ্রামের লোকজন নছিমনযোগে নড়াইল সদর উপজেলার গোপিকান্তপুর গ্রামের জগন্নাথ গোসায়ের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন আসছিলেন। পথিমধ্যে সরসপুর এলাকায় পৌঁছাছে স্থানীয় মিলন ও ইসমাইলের নেতৃত্বে ৮-১০ ওই নছিমন থেকে চাঁদা দাবি করেন। যাত্রীরা চাঁদা দিতে অস্বিকার করলে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় সুবলা রানী (৬৫), উন্নতি রানী (৪৫), মনি মোহন (৫০), বিমল বিশ্বাস (৪০) সজিব বিশ্বাস (৩০) আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসাপাতালে ভর্তিকরে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাষ চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.