Connecting You with the Truth

নড়াইলে ঝড়ে খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

power_gridউজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের আমাদা, চৌগাছাসহ বিভিন্ন এলাকায় ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ও তার ছিঁড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে ঝড় শুরু হওয়ার পর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া ঝড়ে গাছপালা ভেঙ্গে পড়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যের ভিত্তিতে জানা যায়, লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের ইলিয়াছ খান ও মহসিন শেখ জানান, ঝড়ে তাল গাছ উপড়ে গিয়ে আমাদার খান বাড়ি এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। এছাড়া বাজার এলাকায় বিদ্যুতের একটি খুঁটি হেলে পড়েছে। এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং আজ দুপুর পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তৎপরতা চোখে পড়েনি। সদরের চৌগাছা গ্রামের মাহফুজুল ইসলাম মুন্নু জানান, বৈদুত্যিক খুঁটিতে গাছ পড়ে তাদের এলাকায় গতকাল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া নড়াইল ও লোহাগড়ার বিভিন্ন এলাকায় বৈদুতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ব্যাপারে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নড়াইল আঞ্চলিক অফিসে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে, গতকালের আকস্মিক ঝড়ে আম, লিচু, জামরুলসহ বিভিন্ন মওসুমি ফলের ক্ষতি হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন।

Comments
Loading...