নড়াইলে ঝড়ে ঘড় চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু
উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল সদরে ঝড়ে ঘর চাপা পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১০টার দিকে সদর উপজেলার বাগডাঙ্গা ও রামসিদ্ধি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- বাগডাঙ্গা গ্রামের নাবিন আলীর মেয়ে পিয়ারি বেগম (১২), ছেলে আলহাজ উদ্দিন (৬) ও রামসিদ্ধি গ্রামের শঙ্কর বিশ্বাসের মেয়ে দীপালি (১১ দিন)।
জানা গেছে, ঝড়ের সময় ঘর চাপা পড়ে বাগডাঙ্গা গ্রামের নাবিন আলীর মেয়ে পিয়ারি বেগম ও ছেলে আলহাজ উদ্দিনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঘর চাপা পড়ে রামসিদ্ধি গ্রামের শঙ্কর বিশ্বাসের মেয়ে দীপালি মারা গেছে। ঝড়ে গাছপালা ও বাড়িঘর ভেঙে গেছে। এ ছাড়া বিদ্যুতের তার ছিঁড়ে অনেক গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।