Connecting You with the Truth

নড়াইলে প্রেমিকার বাড়ির পাশ থেকে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার প্রেমিকাসহ আটক ২

11923255_1701021910118802_9214870901251617415_nনড়াইল জেলা প্রতিনিধি:  নড়াইলে প্রেমিকার বাড়ির পাশের বাগান থেকে ইমরান ভূঁইয়া (২২) নামে এক প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে নড়াইল শহর সংলগ্ন সীমাখালী গ্রামের প্রেমিকার বাড়ির পাশের মেহগুনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।  এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইমরানের প্রেমিকা (১৭) ও তার মাকে (৪৫) নড়াইল সদর থানায় নেওয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের ডৌয়াতলা গ্রামের আবুল হোসেন ভূঁইয়ার ছেলে ইমরানের সাথে দীর্ঘদিন ধরে সীমাখালী গ্রামের একটি মেয়ের সাথে প্রেমজ সম্পর্ক চলে আসছে। ইমরান গত মঙ্গলবার (২৫ আগষ্ট) বিকেলে বাড়ি থেকে বের হয়। এরপর তার কোন খোঁজ পাওয়া যায়নি। দুপুরে প্রেমিকার বাড়ির পাশের মেহগিনি বাগানে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ইমরানের ফুফাতো ভাই শাহজাহান আলী অভিযোগ করে বলেন, ইমরানকে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে মেহগিনি গাছের চিকন একটি ডালের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এছাড়া মৃত অবস্থায় তার পা মাটির ওপর ছিল। তিনি আরো জানান, লাশের শরীরের একাধিক আঘাতের চিহৃ রয়েছে। নড়াইল সদর থানার এসআই রকিব জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

 

Comments
Loading...